ইংলিশ ক্রিকেট
২০২৫ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপে দেখা যাবে না হ্যাম্পশায়ার অধিনায়ককে।
Published : 15 Jan 2025, 10:51 PM
সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে চান জেমস ভিন্স। তাই ২০২৫ সালের জন্য প্রথম শ্রেণির ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন এই ইংলিশ ব্যাটসম্যান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্যই মূলত সিদ্ধান্তটি নিয়েছেন তিনি।
৩৩ বছর বয়সী ভিন্সের এমন সিদ্ধান্তের মূল কারণ, বিদেশি লিগে খেলতে খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেওয়া নিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন নিয়ম। গত নভেম্বরে ইংল্যান্ডের বোর্ড জানায়, ঘরোয়া মৌসুম চলার সময় লাল বলের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া হবে না। এ ক্ষেত্রে অবশ্য আইপিএলের জন্য নিয়মটি শিথিল রেখেছে ইসিবি।
আগামী ফেব্রুয়ারি-মার্চ পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হবে চ্যাম্পিয়ন্স লিগ। তাই এপ্রিল-মে মাসে পিএসএল আয়োজনের সিদ্ধান্ত নেয় পিসিবি। আর এতেই বাধে বিপত্তি। ওই সময়ে যে ইংল্যান্ডের প্রথম শ্রেণির প্রতিযোগিতা কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ থাকে।
সাংঘর্ষিক সূচির কারণে হ্যাম্পশায়ারের সঙ্গে তিন সংস্করণেরই চুক্তি থাকা ভিন্সকে বেছে নিতে হতো যেকোনো একটি। শেষ পর্যন্ত পিএসএল খেলার সিদ্ধান্ত নেন তিনি। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আসছে আসরের জন্য তাকে ধরে রেখেছে করাচি কিংস।
হ্যাম্পশায়ারকে গত নয় মৌসুম ধরে নেতৃত্ব দেওয়া ভিন্সকে এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে দেখা যাবে না। তবে টি-টোয়েন্টিতে ঠিকই ক্লাবটির অধিনায়কত্ব করে যাবেন তিনি।
আপাতত প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়ার সিদ্ধান্তের পেছনের কারণ তুলে ধরেছেন ২০১৯ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের সদস্য ভিন্স।
“আমি হ্যাম্পশায়ারকে ভালোবাসি। ১৬ বছর ধরে এই ক্লাবের হয়ে খেলছি এবং এটা আমার ঘর। তাই টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ারের হয়ে নিজের সেরাটা দিয়ে যেতে চাই। আশা করি, এই প্রতিযোগিতায় (ব্লাস্ট) আমাদের সাফল্য আরও বাড়বে। ক্যারিয়ারের যে পর্যায়ে এসেছি, এটি বিবেচনায় এখান থেকে আমার পরিবারের জন্য সবচেয়ে ভালো কী হবে সেটা নিয়ে আমাকে ভাবতে হবে।”
গত বছর ভিন্সের ইংল্যান্ডের বাড়িতে কয়েকবার দুর্বৃত্তরা হামলা দেয়। এরপর তিনি পরিবার নিয়ে দুবাইয়ে পাড়ি জমান। এখন সেখানে আইএলটি২০-তে গালফ জায়ান্টসের হয়ে খেলছেন।
কঠিন ওই সময়ে সমর্থন করা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভিন্স।