ওয়ানডে থেকে রোহিতের অবসর নেওয়ার কোনো কারণই দেখছেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটিং গ্রেট।
Published : 13 Mar 2025, 06:59 PM
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর রোহিত শার্মা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এখনই ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন না তিনি। তবু তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা থেমে নেই। ভারতীয় অধিনাকের ব্যাটিং ও নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স বলছেন, এখনই রোহিতের অবসর নেওয়ার কোনো কারণ নেই।
নিউ জিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সামনে থেকেই দলকে নেতৃত্ব দেন রোহিত। টুর্নামেন্টের আগের ম্যাচগুলোয় বড় ইনিংস খেলতে না পারলেও শিরোপা লড়াইয়ে ৮৩ বলে ৭৬ রানের ইনিংসে দলকে ভালো শুরু এনে দেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে খেলেন ৯০ বলে ১১৯ রানের ইনিংস।
তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন খুব একটা নেই। তবে বয়স ও ফিটনেস বিবেচনায় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে তার অবসর নিয়ে আলোচনা হয় প্রবল। শিরোপা জয়ের পর ৩৭ বছর বয়সী ক্রিকেটার জানিয়ে দেন, অবসরের কোনো ভাবনা তার নেই।
একাধিক আইসিসি টুর্নামেন্ট জয়ী দ্বিতীয় ভারতীয় অধিনায়ক তিনি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির এই শিরোপা। ওয়ানডেতে অন্তত ৫০ ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে জয়ের শতকরা হারে তিনি দ্বিতীয় সেরা। তার নেতৃত্বে ৫৬ ম্যাচে ভারতের জয় ৪২টিতে। জয়ের হার ৭৫ শতাংশ।
সেই বিষয়টিই তুলে ধরে নিজের ইউটিউব চ্যানেলে বুধবার ডি ভিলিয়ার্স বলেন, কোনো ধরনের সমালোচনায় কান দেওয়ার দরকার নেই রোহিতের।
“অন্যান্য অধিনায়কদের তুলনায় রোহিতের জয়ের শতাংশ দেখুন, প্রায় ৭৪ শতাংশ, আগের যে কোনো অধিনায়কের চেয়ে অনেক বেশি। এভাবে চলতে থাকলে সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়কদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে সে। রোহিত নিজেও জানিয়ে দিয়েছে যে, সে অবসর নিচ্ছে না এবং তার অবসর নিয়ে গুজব ছড়ানো বন্ধ করার অনুরোধ করেছে।”
“কেন সে অবসর নেবে? শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটসম্যান হিসেবেও তার রেকর্ড দারুণ। ফাইনালে তার ৮৩ বলে ৭৬ রানের সেই ইনিংস ভারতকে দারুণ সূচনা দিয়েছে এবং সাফল্যের ভিত গড়ে দিয়েছে। সর্বোচ্চ চাপে থাকার পরও সে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে।”
গত দেড় বছরে সীমিত ওভারের ক্রিকেটে যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে ভারত, সেখানে অধিনায়ক নিজেই নেতৃদ্ব দিচ্ছেন সামনে থেকে। নিজেকে ভেঙে নতুনভাবে গড়েছেন তিনি, সহজাত ঘরানার সঙ্গে আপোস করে দলের চাওয়াকে প্রাধান্য দিয়েছেন।
ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরি তার, বরাবরই বড় ইনিংস খেলতে ভালোবাসেন, শুরুতে সময় নিয়ে খেলে পরে তা পুষিয়ে দেওয়া ছিল তার ধরন। সেই ধরন বদলে এখন শুরু থেকে অনেক বেশি আক্রমণাত্মক ও ঝুঁকিপূর্ণ ব্যাটিং করেন তিনি।
ব্যাটিংয়ের এই পরিবর্তন রোহিতকে একজন গ্রেট খেলোয়াড় করে তুলেছে বলে মনে করেন ডি ভিলিয়ার্স।
“রোহিত শার্মার অবসর নেওয়ার কোনো কারণ নেই। তার কোনো ধরনের সমালোচনায় কান দেওয়ার দরকার নেই। তার রেকর্ডই তার হয়ে কথা বলে। শুধু তাই নয়, সে তার খেলাকেও কিছুটা বদলে ফেলেছে। পাওয়ার প্লেতে যদি আমরা তার স্ট্রাইক রেট দেখি, একজন ওপেনিং ব্যাটসম্যানের জন্য তা খুবই কম ছিল আগে। কিন্তু ২০২২ সাল থেকে প্রথম পাওয়ার প্লেতে তার স্ট্রাইক রেট ১১৫-তে পৌঁছে গিয়েছে।”
“এটাই একজন ভালো এবং গ্রেট খেলোয়াড়ের মধ্যে পার্থক্য। নিজের খেলা পরিবর্তন করা এবং আরও ভালো করার চেষ্টা চালিয়ে যাওয়া। সবসময় নতুন কিছু শেখার এবং আরও ভালো করার সুযোগ থাকে।”