টি-টোয়েন্টি বিশ্বকাপ
Published : 10 Jun 2024, 08:03 PM
ভারতের বিপক্ষে অবিশ্বাস্য হারের পর পাকিস্তান দল সম্পর্কে যেন সব ধারণা বদলে গেছে দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির। শক্তিশালী দল গড়তে আমূল পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি।
নিউ ইয়র্কে রোববার বোলারদের দারুণ পারফরম্যান্স ধুলোয় মিশিয়ে দেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। ১২০ রানের লক্ষ্য পেয়েও মাঝপথে দিক হারিয়ে ফেলে তারা, হতশ্রী ব্যাটিংয়ে কেবল ১১৩ রান করতে পারেন বাবর-রিজওয়ানরা।
যেখানে অনায়াসে জেতার কথার ছিল, সেখানেই কিনা ৬ রানে হেরে বসে দলটি। তাতে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়ে গেছে গত আসরের রানার্সআপরা। এবার প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাই হওয়ার পর সুপার ওভারে হারে তারা।
দলের এমন ছন্নছাড়া পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই প্রচণ্ড হতাশ নাকভি। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ছোটখাট পরিবর্তনে পাকিস্তান ক্রিকেটের উন্নতি হবে না।
"মনে হয়েছিল, ছোটখাট সার্জারি করলেই কাজ হয়ে যাবে। কিন্তু এই বাজে পারফরম্যান্সের পর আমি নিশ্চিত এখন মেজর সার্জারি প্রয়োজন। দেশের মানুষ শিগগিরই বড়সড় পরিবর্তন দেখবে।"
কিছু যদি-কিন্তুর ওপর এখনও টিকে আছে পাকিস্তানের সুপার এইট খেলার আশা। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে এই টুর্নামেন্ট বাদ দিয়ে সামনের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনা। আগামী বছর পাকিস্তানেই হওয়ার কথা সেটি।
ঘরের মাঠে পঞ্চাশ ওভারের ওই টুর্নামেন্ট শুরুর আগেই পাকিস্তানকে আরও শক্তিশালী দল বানানোর পরিকল্পনার কথা জানান নাকভি।
"বাইরে থাকা প্রতিভাকে সুযোগ দেওয়ার সময় এসে গেছে। পাকিস্তান ক্রিকেট দলকে বিশ্বের সেরা দলগুলোর একটি বানাতে হবে। ক্রিকেট দলের কাছ থেকে এমন হতাশাজনক পারফরম্যান্স আশা করে না দেশবাসী।"
বিশ্বকাপে পাকিস্তানের পরের ম্যাচ কানাডার বিপক্ষে। নিউ ইয়র্কের মঙ্গলবার রাতে মাঠে নামবে তারা।