‘ভারতে বিশ্বকাপ খেলতে যাব কি না, সেই সিদ্ধান্ত আফ্রিদির নয়’

পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপ খেলতে ভারত যাওয়া নিয়ে শাহিদ আফ্রিদির মতামত উড়িয়ে দিলেন নাজাম শেঠি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2023, 12:00 PM
Updated : 22 May 2023, 12:00 PM

ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত সফর করতে পাকিস্তানের অনীহার কোনো কারণ দেখেন না শাহিদ আফ্রিদি। বরং প্রতিবেশী দেশে গিয়ে জিতে আসার তাগিদ দিলেন সাবেক এই অলরাউন্ডার। তবে তার মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি। 

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মুখোমুখি অবস্থানের কারণে এখনও অনিশ্চয়তায় ঝুলছে এশিয়া কাপের ভাগ্য। পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলার পক্ষে নয় ভারত। 

আর এ কারণেই পিসিবি প্রধান বেশ কয়েকবার আসন্ন ওয়ানডে বিশ্বকাপ বয়কট করার হুমকি দিয়েছেন। যা পছন্দ হয়নি আফ্রিদির৷

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেছেন, বিশ্বকাপ খেলতে ভারত যেতে না চাওয়ার কারণ বুঝতে পারছেন না তিনি৷ পরিস্থিতি সহজ রেখে উত্তরসূরীদের ভারতে গিয়ে বিশ্বকাপ জিতে আসার তাগিদ দিয়েছেন আফ্রিদি। 

তবে তার মতামতকে বিবেচনায় নিতে রাজি নন পিসিবি প্রধান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নাজাম জানিয়েছেন, বিশ্বকাপের সিদ্ধান্ত আসবে উচ্চ মহল থেকে। 

“বিশ্বকাপ খেলতে (ভারতে) যাওয়ার সিদ্ধান্ত শাহিদ আফ্রিদির নয়, এমনকি জয় শাহ বা আমারও নয়। তাদের (ভারত) পক্ষ থেকে সিদ্ধান্ত নেবে ভারতীয় সরকার। আমাদের দিক থেকে পাকিস্তান সরকার।” 

“পাকিস্তান সরকার যদি বলে আমাদের দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে পারবে, তাহলে আমরা অবশ্যই যাবো।”