চট্টগ্রামে জাকিরের সেঞ্চুরিতেই মিরপুরে বাংলাদেশের ‘ব্লুপ্রিন্ট’ দেখছেন ডোনাল্ড

চট্টগ্রামে জাকিরের ব্যাটিং মিরপুরে বাংলাদেশের পাথেয় হতে পারে মনে করেন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2022, 07:02 AM
Updated : 21 Dec 2022, 07:02 AM

রেকর্ড গড়া সেঞ্চুরিতে অভিষেক রাঙিয়েছেন জাকির হাসান। ম্যাচ শেষে তাকে প্রশংসায় ভাসিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার গুণমুগ্ধের তালিকায় রয়েছেন অ্যালান ডোনাল্ডও। বাঁহাতি ওপেনারের মানসিকতা মনে ধরেছে বাংলাদেশের বোলিং কোচের। চট্টগ্রামে অভিষেকে সেঞ্চুরির পথে যেভাবে ব্যাটিং করেছেন জাকির, সেই পথ ধরেই দল মিরপুরে এগিয়ে যেতে পারে বলে মনে করেন ডোনাল্ড। 

চট্টগ্রামে নিজের প্রথম ম্যাচে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ের দারুণ প্রদর্শনী মেলে ধরেন জাকির। প্রথম ইনিংসে বড় স্কোর করতে না পারলেও অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বিপক্ষে দারুণ সাবলিল ছিলেন তিনি। স্কয়ার কাট ও কভার ড্রাইভে মারা দুটি চারে ফুটে ওঠে তার আত্মবিশ্বাস।  

দ্বিতীয় ইনিংসে ৫১৩ রানের বিশাল লক্ষ্য মাথায় নিয়ে খেলতে নেমে ইতিহাস গড়েন ২৪ বছর বয়সী এ ওপেনার। শুরুতে মোহাম্মদ সিরাজ, উমেশ যাদবদের পেসের বিপক্ষে দেন যথাযথ জবাব। পরে অশ্বিন, আকসার প্যাটেল, কুলদিপ যাদবরা আক্রমণে এলে আরও পরিপাটি ব্যাটিং করেন তিনি।  

সবমিলিয়ে ১৩ চার ও ১ ছয়ে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে চতুর্থ ইনিংসে সেঞ্চুরির কৃতিত্ব দেখান জাকির। ওই ম্যাচে বাংলাদেশ হারলেও জাকিরের ব্যাটিং ঢাকা টেস্টে দলের পথের পাথেয় হতে পারে বলে মনে করেন ডোনাল্ড।  

দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে প্রসঙ্গে জাকিরের কথাই বেশি বললেন বাংলাদেশের বোলিং কোচ। 

“সেটি (চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং) আমাদের জন্য দারুণ একটি 'ব্লুপ্রিন্ট'। তরুণ জাকির অনেককেই চমকে দিয়েছে। আমি তাকে প্রথমবার দেখলাম। তার মনোভাব আমার ভালো লেগেছে। তার সাহসিকতা ও আগ্রাসী মানসিকতা আমার পছন্দ হয়েছে।” 

“সে দেখিয়ে দিতে চেয়েছে যে, লড়তেই এসেছে। সে দেখিয়েছে তাদের (ভারত) সেরা বোলারদের বিপক্ষেও দাপুটে ব্যাটিং করতে পারে। দলে দারুণ এক চিলতে তরতাজা হাওয়া বয়ে এনেছে সে এবং সবসময় নিজের ওপর বিশ্বাস রাখে।”  

প্রথম ইনিংসে স্রেফ ১৫০ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়বারে জাকিরের সেঞ্চুরি ও সাকিব আল হাসানের ৮৪ রানের সৌজন্যে করে ৩২৪ রান। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উইকেটের আচরণ ভিন্ন হলেও আগের ম্যাচ থেকে অনুপ্রেরণা নিতে চান ডোনাল্ড। 

“আমাদের যদি পেছনে ফিরে তাকাতে হয় তাহলে শুরুটা ছিল (প্রথম টেস্টের) দ্বিতীয় ইনিংসেই। আমরা সেটির ওপর নির্ভর করতে পারি। আমরা দেখিয়েছি যে ভারতের সঙ্গে সমানে সমান এগোতে পারি। তবে হ্যাঁ! এটি (মিরপুরে) পুরোপুরি ভিন্ন পিচ। দেখা যাক, আমাদের সামনে কী অপেক্ষা করছে।”