ফরচুন বরিশালের হয়ে এক ওভারে তিনটি ‘নো বল’ নিয়ে তৈরি হওয়া সন্দেহজনক পরিস্থিতিতে মুখ খুললেন শোয়েব মালিক।
Published : 26 Jan 2024, 06:53 PM
জরুরি প্রয়োজনে বিপিএল ছাড়া নিয়ে সৃষ্ট গুঞ্জনে মুখ খুললেন শোয়েব মালিক। ভিত্তিহীন ও অসত্য খবর ছড়িয়ে পড়ায় একরকম ক্ষোভই ঝারলেন ফরচুন বরিশালের হয়ে তিন ম্যাচ খেলে যাওয়া পাকিস্তানি অলরাউন্ডার।
বিপিএলে ঢাকায় প্রথম পর্ব শেষে দুবাই যান মালিক। দলের পক্ষ থেকে তখন জানানো হয়, পারিবারিক কারণে অল্প কিছু দিনের জন্য গিয়েছেন পাকিস্তানি তারকা।
পরে জানা যায়, ৪ ফেব্রুয়ারির আগে বাংলাদেশে আসতে পারবেন না তিনি। আর পিএসএলের জন্য ১০ ফেব্রুয়ারির পর ফিরে যেতে হবে পাকিস্তানে। তাই বরিশাল ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে তাকে বিপিএলের জন্য আবার আসতে মানা করে দেওয়া হয়।
এটুকুতেই শেষ হতে পারত মালিকের এবারের বিপিএল অধ্যায়। কিন্তু দুবাই যাওয়ার আগে গত রোববার খুলনা টাইগার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে এক ওভারে তিনটি ‘নো’ বলসহ ১৮ রান দেন মালিক।
সেটি নিয়ে শুরুতে সন্দেহের কথা বলেন খোদ বরিশালের মালিক মিজানুর রহমান। একটি বেসরকারি টিভি চ্যানেলের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে মিজানুরের কাছে প্রশ্ন করা হয়, মালিকের ওই ওভার নিয়ে আকসুর তদন্ত করা উচিত কিনা? উত্তরে বরিশাল মালিক বলেন, অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং একজন স্পিনারের বোলিংয়ে তিনটি ‘নো’ বল তার কাছে খুবই অদ্ভুত লেগেছে।
রাত পোহাতেই অবশ্য নিজের অবস্থান বদলে ফেলেন মিজানুর। শুক্রবার ফরচুন বরিশালের ফেইসবুক পাতায় দেওয়া ভিডিওবার্তায় নিজের আগের রাতের বার্তার পুরোপুরি বিপরীত কথা বলেন তিনি।
“গত কিছু দিন ধরে শোয়েব মালিককে নিয়ে অনেক কথাবার্তা শুনছি। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শোয়েব মালিক একজন ভালো ক্রিকেটার এবং তিনি নিজের সর্বোচ্চটাই আমাদের দিয়েছেন।”
মিজানুরের এই বার্তার পর সামাজিক মাধ্যম এক্সে বিশদ বার্তা দেন মালিক নিজেও।
“ফরচুন বরিশালের ক্রিকেটার হিসেবে সম্প্রতি আমাকে নিয়ে যে গুজব ছড়িয়েছে, আমি তা অস্বীকার করছি। দুবাইতে আগেই ঠিক করে রাখা একটি কাজে যোগ দেওয়ার কারণে আমাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে। এ বিষয়ে আমাদের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে বিস্তারিত আলাপ হয়েছে এবং আমরা সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি।”
“যখনই গুজব ছড়ায় আমি সেসব থেকে বেঁচে থাকতে সতর্কতা অবলম্বন করি, বিশেষত এখন যা ছড়াচ্ছে। আমাকে নিয়ে যে ভিত্তিহীন গুজবটা ছড়াচ্ছে তা শক্তভাবে প্রত্যাখ্যান করছি। কোনো কিছু বিশ্বাস ও ছড়িয়ে দেওয়ার আগে তা নিখুঁতভাবে যাচাই করা উচিত। মিথ্যা সবসময়ই দ্বিধা তৈরি করে ও তা সম্মানহানিকর। আসুন যে কোনো তথ্যের ব্যাপারে আমরা নির্ভুল ও নির্ভরযোগ্য সূত্রকে গুরুত্ব দেই।”
ঢাকা পর্বে তিন ম্যাচের দুটি হেরেছে বরিশাল। ওই তিন ম্যাচে ছয় নম্বরে নেমে ৭, ৫* ও ১৭* রান করেন মালিক। বল হাতে নেন একটি উইকেট। দ্বিতীয় ম্যাচে তিনটি ‘নো’ বলের ওভারের পর তাকে আর বোলিং করায়নি বরিশাল।