বিকাশ বলছে, “‘ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশ-এ’ স্লোগানে মুখরিত সামাজিক যোগাযোগ মাধ্যম ডিজিটাল সালামির জনপ্রিয়তা জানান দিচ্ছে।”
Published : 28 Mar 2025, 01:25 AM
গত কয়েক বছরের মত এবারও ঈদে সালামি দেওয়ার, নেওয়ার এবং চাওয়ার সুযোগ দিচ্ছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি বিকাশ।
বৃহস্পতিবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, “‘ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশ-এ’ স্লোগানে মুখরিত সামাজিক যোগাযোগ মাধ্যম ডিজিটাল সালামির জনপ্রিয়তা জানান দিচ্ছে।”
প্রিয়জনের কাছে না থেকেও কিংবা দীর্ঘদিন যোগাযোগ না থাকা কারণে তৈরি দূরত্ব ঘোচাতে বিকাশ অ্যাপের কয়েকটি ক্লিকে পাঠানো ঈদ সালামি এবং সাথে লেখা অনুভূতির বার্তা সম্পর্কগুলোকে আবার ‘জোড়া দিয়ে' দিচ্ছে বলে কোম্পানির ভাষ্য।
বিজ্ঞপ্তিতে বিকাশ দাবি করেছে, বড় শহর থেকে শুরু করে গ্রাম-গঞ্জে সব শ্রেণির মানুষের মধ্যেই ‘সাড়া ফেলেছে' বিকাশ অ্যাপের সেন্ড মানি থেকে সালামি পাঠানোর এই ফিচার। ‘গ্রুপ সেন্ড মানি’ ফিচারের কল্যাণে একসঙ্গে অনেককে সালামি দেওয়ার সুযোগও যোগ করেছে ‘বাড়তি আনন্দ’।
পাশাপাশি, সালামি ‘শিকারিরা' প্রিয়জনদের সালামি চেয়ে রিকোয়েস্ট পাঠাতে পারছেন বিকাশ অ্যাপ থেকে।
একসঙ্গে অনেককে সালামি পাঠাতে বিকাশ অ্যাপের সেন্ড মানি আইকনে ক্লিক করে গ্রুপ সেন্ড মানি অপশন ট্যাপ করে সর্বোচ্চ সাতটি নাম্বার অ্যাড করে সালামি পাঠানোর গ্রুপ তৈরি করে নেওয়া যাবে।
তারপর মোট সেন্ড মানির পরিমাণ দিয়ে চাইলে প্রতি নম্বরে সমানভাগে অথবা একেক নম্বরে একেক পরিমাণ সালামি পাঠানো যাবে। একজন গ্রাহক একাধিক গ্রুপ তৈরি করে সালামি পাঠাতে পারবেন।
সালামি পাঠানোর সময় বিকাশ অ্যাপে থাকা বর্ণিল ঈদ কার্ড সিলেক্ট করে তার উপর নিজের আবেগ-অনুভূতি, স্নেহ-ভালোবাসা জানিয়ে বার্তা যুক্ত করতে পারবেন গ্রাহক। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই বার্তা লেখার সুযোগ রয়েছে।
এছাড়া সালামি চেয়ে অ্যাপ থেকে ‘রিকোয়েস্ট মানি’ আইকনে ট্যাপ করে সর্বোচ্চ ১০টি বিকাশ অ্যাকাউন্ট নম্বরে পৃথকভাবে বা গ্রুপ তৈরি করে প্রিয়জনের কাছে সালামির রিকোয়েস্ট পৌঁছে দেওয়া যাবে।
রিকোয়েস্ট গ্রহণকারী রিকোয়েস্ট মানি’র নোটিফিকেশন অথবা বিকাশ অ্যাপের রিকোয়েস্ট মানি’র ড্যাশবোর্ড থেকে রিকোয়েস্টটিতে সম্মতি দিয়ে সালামি পাঠিয়ে দিতে পারবেন।
আর, সেন্ড মানির মাধ্যমে অনেককে সালামি পাঠানোর খরচ কমাতে গ্রাহকরা বিকাশ অ্যাপের ‘আমার বিকাশ’ থেকে পছন্দের সেন্ড মানি বান্ডেল কিনে নিতে পারেন। বর্তমানে গ্রাহকরা ৫, ১০, ২৫, ৫০, ও ১০০টি সেন্ড মানি বান্ডেল কিনতে পারবেন। প্রতিটি বান্ডেলের মেয়াদ থাকছে ৩০ দিন।