মাইজিপি অ্যাপের মাধ্যমে ২০০ টাকা বা এর বেশি মূল্যের ডাটা প্যাক বা কম্বো বান্ডেল কিনলে ৫০০ টাকার একটি লোটো ভাউচার পাবেন গ্রামীণফোনের গ্রাহকরা।
Published : 24 Mar 2025, 07:52 PM
এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের (লোটো) সাথে যৌথ উদ্যোগে একটি কাস্টমার রিওয়ার্ড প্রোগ্রাম চালু করেছে টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন বলেছে, প্রথমবারের মতো ডিজিটাল সুবিধার পাশাপাশি কেনাকাটায় এমন সুবিধা চালু করেছে তারা।
এর আওতায় মাই জিপি অ্যাপের মাধ্যমে ডেটা ও কম্বো প্যাক কিনে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
মাইজিপি অ্যাপের মাধ্যমে ২০০ টাকা বা এর বেশি মূল্যের ডেটা প্যাক বা কম্বো বান্ডেল কিনলে ৫০০ টাকার একটি লোটো ভাউচার পাবেন গ্রামীণফোনের গ্রাহকরা।
যেকোন লোটো ফ্ল্যাগশিপ আউটলেটে ২ হাজার ৫০০ বা এর বেশি টাকার কেনাকাটা করলে এই ভাউচার দিয়ে ৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। গ্রাহকদের সুবিধার জন্য মাইজিপি অ্যাপের নোটিফিকেশন আইকনে সংরক্ষিত থাকবে রিওয়ার্ডটি।
অফারটি সম্পর্কে আরো জানতে মাইজিপি অ্যাপ অথবা নিকটস্থ লোটো ফ্ল্যাগশিপ আউটলেট ভিজিট করতে পারেন গ্রাহকরা।