এ অফারের আওতায় রিটেইলার ও গ্যারেজ মালিকেরা ডিসেন্ট টায়ায় কিনে এসি, টিভি, ফ্রিজ, ওয়ারড্রব, বাইসাইকেল, ইলেকট্রিক কেটলিসহ নানা ধরনের পণ্য জেতার সুযোগ পাবেন।
Published : 04 Mar 2025, 05:37 PM
টায়ার কিনলে এসি, টিভি, ফ্রিজ বাইসাইকেলসহ নানা উপহার জেতার সুযোগ দিচ্ছে আরএফএল এর টায়ার ব্র্যান্ড ডিসেন্ট।
প্রাণ গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ডিসেন্ট টায়ার উপহার উৎসব’ নামে এই প্রচারাভিযানের উদ্বোধন করেন আরএফএল গ্রপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অফারের আওতায় রিটেইল এবং গ্যারেজ মালিকেরা নির্দিষ্ট পরিমাণ ডিসেন্ট টায়ায় কিনে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে এসি, টিভি, ফ্রিজ, ওয়ারড্রব, বাইসাইকেল, ইলেকট্রিক কেটলিসহ নানা ধরনের পণ্য জেতার সুযোগ পাবেন।
এছাড়া রয়েছে নিশ্চিত ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।
অনুষ্ঠানে আর এন পাল বলেন, “টায়ার ব্যবহারকারীদের কাছে উন্নতমানের টায়ার পৌঁছে দিতে খুচরা বিক্রেতা এবং গ্যারেজ মালিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমরা ডিসেন্ট টায়ারকে ক্রেতাদের কাছে আরো জনপ্রিয় করে তুলতে চাই।”
তিনি বলেন, “এই ক্যাম্পেইনটি রিটেইলার এবং গ্যারেজ মালিকদের পুরস্কৃত করার জন্য করা হয়েছে, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রেতাদের কাছে আধুনিক ও উন্নতমানের পণ্য পৌঁছে দিতে পারি।
এই ক্যাম্পেইনে যে কোনো খুচরা বিক্রেতা এবং গ্যারেজ মালিক একটি নির্দিষ্ট পরিমাণ টায়ার কিনলে পাবেন স্ক্র্যাচ কার্ড, সেটি ঘষলেই পাবেন পুরস্কার।
আরএফএল গ্রপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম বলেন, “এ ক্যাম্পেইনের ফলে ক্রেতারা উন্নতমানের টায়ার কিনতে আরও বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন। আশা করছি, এই অফারটি আমাদের সম্মানিত খুচরা বিক্রেতা এবং গ্যারেজ মালিকদের মধ্যে ব্যাপক উচ্ছাস ও উদ্দীপনা সৃষ্টি করবে”।
রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব মাকের্টিং শরীফুল ইসলাম ও ব্র্যান্ড ম্যানেজার মেহেদী হাসানসহ রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।