শিশুদের কোভিড টিকা: প্রথম দিন পাবে ১৬ জন

বৃহস্পতিবার পরীক্ষামূলক প্রয়োগের পর আগামী ২৫ অগাস্ট থেকে সারাদেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড টিকাদান শুরু হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2022, 06:14 AM
Updated : 11 August 2022, 06:14 AM

দেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকার আওতায় আনতে ঢাকায় শুরু হচ্ছে পরীক্ষামূলকভাবে টিকাদান।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে টিকা দিয়ে এ কার্যক্রমের শুরু হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বেলা সাড়ে ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করবেন।

শিশুদের দেওয়া হবে বিশেষভাবে তৈরি ফাইজারের টিকা। এরইমধ্যে ত্রিশ লাখ ডোজের বেশি টিকা দেশে এসেছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

পরীক্ষামূলক প্রয়োগের পর সব ঠিক থাকলে আগামী ২৫ আগস্ট থেকে দেশের অন্যান্য এলাকায় শিশুদের টিকাদান শুরু হবে।

পরীক্ষামূলকভাবে টিকা প্রয়োগের জন্য বুধবার আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীর তালিকা জমা দেওয়া হয় ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে। এই শিশুরা দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি সারাদেশে ষাটোর্ধ্বদের টিকা দেওয়া শুরু হয়। পর্যায়ক্রমে টিকা পাওয়ার নির্ধারিত বয়সসীমা কমিয়ে আনা হয় ১৮ বছরে।

এরপর ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনা শুরু হয় গত বছর। পরে বুস্টার বা তৃতীয় ডোজ দেওয়া শুরু হয় বয়স্কদের মধ্যে।

এবার সারাদেশে ২ কোটি ২০ লাখ শিশুকে করোনাভাইরাসের টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।