এ উপলক্ষে সোমবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Published : 01 Nov 2022, 07:28 PM
স্টামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ- এর প্রতিষ্ঠাতা এম এ হান্নান ফিরোজের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভারপ্রাপ্ত) ইউনুছ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আবদুল জলিল চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া স্টামফোর্ড ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন জামাল উদ্দিন আহমেদ, ট্রাস্টিজ বোর্ডের সদস্য এস এম ইলিয়াস ও রুমানা হক রিতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুহাম্মাদ আলী নকী, কোষাধ্যক্ষ জিয়াউল হাসান উপস্থিত ছিলেন।