নবীনদের স্বাগত জানাল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

গ্রীষ্মকালীন সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তরে পর্যায়ে প্রায় ১৪০০ শিক্ষার্থীকে বরণ করে নিল বিশ্ববিদ্যালয়টি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2023, 02:43 PM
Updated : 4 June 2023, 02:43 PM

নানা আয়োজনে ২০২৩ সালের গ্রীষ্মকালীন সেমিস্টারে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টি জানায়, বৃহস্পতিবার ঢাকার আফতাব নগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে এক হাজার ৪০০ এর বেশি শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা নিয়ে অনুষ্ঠানে আলোচনা হয়। শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে পরিচয়পর্বও ছিল।

অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্লাব, গ্রন্থাগার ও গবেষণাগারের সর্বোচ্চ ব্যবহারে নিজেদের বিকাশ ঘটানোর তাগিদ দেওয়া হয় শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনকে কাজে লাগিয়ে দেশের সুনাগরিক এবং ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ জিয়াউলহক মামুন ও তিন অনুষদের ডিন অনুষ্ঠানে বক্তব্য দেন।