প্রয়োজন অনুযায়ী দুই প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে এক্সচেঞ্জ প্রোগ্রাম হবে।
Published : 20 Jan 2024, 10:11 PM
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) আইন ও মানবাধিকার বিভাগের সঙ্গে পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) সমঝোতা চুক্তি হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ স্টাফ কলেজের কনফারেন্স কক্ষে কলেজের ভাইস রেক্টর মো. রেজাউল হক এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নজরুল ইসলাম চুক্তিতে সই করেন।
ইউএপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সমঝোতা চুক্তি অনুযায়ী ইউএপি এবং পিএসসি যৌথভাবে বিভিন্ন একাডেমিক ও প্রাতিষ্ঠানিক গবেষণা সহযোগিতায় কাজ করবে। এছাড়াও যৌথভাবে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা এবং শিক্ষা সফর আয়োজন করবে।
প্রয়োজন অনুযায়ী দুই প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে এক্সচেঞ্জ প্রোগ্রামও হবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে ইউপি’র পক্ষে মানবাধিকার ও আইন বিভাগ বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মো. আব্দুর রহিম এবং পুলিশ স্টাফ কলেজের পরিচালক (গবেষণা ও প্রকাশনা) মো. শাহজাহান ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক এবং উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।