“নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আমাদের স্বাধীনতা এসেছে,” বলেন আফসান চৌধুরী।
Published : 26 Mar 2024, 06:51 PM
আলোচনা সভা ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করেছে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধ্যাপক আবদুর রব খান বলেন, “স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি থেকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অবকাঠামো, দারিদ্র বিমোচন, মাথাপিছু আয়, সামাজিক উন্নয়ন প্রতিটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে।”
সাংবাদিক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী বলেন, “ইতিহাসের বিভিন্ন বাস্তবতা রয়েছে। কোনো বিপ্লবেই সমাজের কোনো সুনির্দিষ্ট শ্রেণি অংশ নেয় না।
“নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আমাদের স্বাধীনতা এসেছে। প্রাতিষ্ঠানিকতা, অপ্রাতিষ্ঠানিকতা ও উপ-প্রাতিষ্ঠানিকতা এই তিন বাস্তবতা মিলেই বাংলাদেশ হয়েছে।”
উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, “বাংলাদেশের স্বাধীনতা অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। কিছু প্রত্যাশা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল। সেই প্রত্যাশা পূরণে দেশের তরুণ প্রজন্মকে জাগ্রত হতে হবে।”
জাতীয় দিবসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটি দল সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পাশাপাশি ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।