মিঠাপানি ও পরিবেশ সংরক্ষণে অবদান রাখায় এ অনুদান মিলেছে।
Published : 31 Dec 2023, 07:18 PM
রাজধানীর বনানী লেকের দূষণ ও স্যানিটেশন সমস্যা সমাধানে ‘ইকোফ্লো রিভাইভ’ শিরোনামে একটি প্রকল্পের কাজ চলছে। এর মাধ্যমে কড়াইল বস্তিবাসীর জন্য লেকটিকে টেকসই পানির উৎসে পরিণত করতে চান ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিবুল হাসান।
এ উদ্যোগের জন্য সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি ও দ্য নেচার কনজারভেন্সি থেকে দুই হাজার ডলার অনুদান পেয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হাসিবুল মিঠাপানি ও পরিবেশ সংরক্ষণে অবদান রাখায় এ অনুদান মিলেছে। মানুষের জীবনযাপন কীভাবে মিঠাপানির সংরক্ষণকে প্রভাবিত করছে সেটা জানতে তিনি স্থানীয় নেতা, পরিবেশবাদী ও সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে কাজ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিঠাপানি সংরক্ষণের বিষয়টিকে কার্যকরভাবে বোঝানোর জন্য গল্পের আকারে একটি মানচিত্র তৈরি করেছেন হাসিবুল। তিনি ১২ জন শিক্ষার্থীকে গবেষণা কাজে সহায়তাও করেন। তারা একসঙ্গে ‘ইকোফ্লো রিভাইভ’ প্রকল্প গড়ে তোলেন, প্রণয়ন করেন দুটি গবেষণাপত্র।
নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে হাসিবুল হাসান বলেন, “এই প্রজেক্টটি আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেছে এবং এর একটি ইতিবাচক প্রভাব রয়েছে।”