ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছেন আহতদের মধ্যে।
Published : 17 Feb 2023, 02:33 PM
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় অন্তত ২০ আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।
শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছেন আহতদের মধ্যে।
টিএসসির অডিটোরিয়ামে পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তারা আক্রান্ত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র অধিকার পরিষদের কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে টিএসসিতে আসার আগেই ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। ছাত্র অধিকার কর্মীরা সেখা উপস্থিত হলে পাল্টা স্লোগান দিতে থাকে ছাত্রলীগ।
ছাত্র অধিকার পরিষদের নেতাদের অভিযোগ, ১০-১৫ মিনিট স্লোগান পাল্টা স্লোগান চলার পর তারা স্থান ত্যাগ করতে চাইলে মারধর শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রথমে টিএসসি গেইটে, পরে ডাস চত্বর এবং মিলন চত্বরে ছাত্র অধিকারের কর্মীদের ওপর হামলা হয়।
পরিষদের সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি নেওয়াজ খান বাপ্পি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে ছাত্রলীগ জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপর নগ্ন হামলা চালিয়েছে। হামলায় আমাদের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন বিএসএমএমইউতে, তিনজন গণস্বাস্থ্য নগর কেন্দ্রে এবং বাকিরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।”
আহতদের মধ্যে কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, সহ-সভাপতি আখতার হোসেন, সাব্বির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক জহির ফয়সাল, ফয়সাল রকি, ইউনুস, ইব্রাহিম নিরব, ফোরকান বিন হামিদ, আফতাব আহমেদ রয়েছেন।
অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণ শিক্ষার্থীরা বিপিএলে কুমিল্লার জয় উদযাপন করছিল। তারাই স্লোগান দিচ্ছিল। সেখানে ছাত্রলীগের কোনো কর্মসূচি ছিল না।
“বরং ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা জয় উদযাপন ‘হারাম বলে’ সাধারণ শিক্ষার্থীদের হামলা চালিয়েছে। তাদের হামলায় সাধারণ শিক্ষার্থীদের ২ জন আহত হয়েছে।