এ মেয়াদে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন কমনওয়েলথ উইমেন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট সালমা করিম।
Published : 05 Jan 2023, 08:37 PM
স্থপতি নিলুফার জাফরুল্লাহকে আরও এক মেয়াদে সভাপতি করে রেখে দিয়েছে এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট- ইএসটিসিডিটি।
এই ট্রাস্টের মাধ্যমে ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিলুফার ‘সর্বসম্মতিক্রমে’ ২০২৩-২৪ মেয়াদের জন্য এ পদে পুনর্নির্বাচিত হন বলে ইএসটিসিডিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইইএসটিসিডিটির প্রতিষ্ঠাতা ট্রাস্টি নিলুফার জাফরুল্লাহ নবম ও দশম সংসদে এমপি ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন তিনি। বর্তমানে তিনি মিডল্যান্ড ব্যাংকের চেয়ারপার্সন।
ইএসটিসিডিটির সহসভাপতির দায়িত্ব পেয়েছেন কমনওয়েলথ উইমেন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট সালমা করিম। তিনি রোটারি ক্লাবের সহযোগী সংগঠন ইনার হুইল ক্লাব (আইডব্লিউসি) গুলশানের সম্পাদক।