ড. অহিদুল আলম গত বছরের জুন মাস থেকে ওশানোগ্রাফি বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের প্রভোস্ট ছিলেন।
Published : 21 Apr 2024, 07:13 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আজিম শিকদারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক মোহাম্মদ অহিদুল আলমকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
রোববার বিকালে এক অফিস আদেশে অব্যাহতি ও নতুন নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
গত ১৯ মার্চ অধ্যাপক আবু তাহের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে এ প্রথম পরিবর্তন এনেছেন।
জারি করা অফিস আদেশে, নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদি দিয়ে আগামী এক বছরের জন্য অধ্যাপক অহিদুল আলমকে প্রক্টর হিসেবে নিয়োগ দেয়ার কথা উল্লেখ করা হয়।
নিয়োগ পাওয়ার পর অহিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামীকাল প্রক্টরের দায়িত্বে যোগদান করবো। বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আবাসিক হলগুলোর ব্যবস্থাপনা আধুনিকায়ন করা আমার লক্ষ্য হবে।"
ড. অহিদুল আলম গত বছরের জুন মাস থেকে ওশানোগ্রাফি বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের প্রভোস্ট ছিলেন।