গত ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করে আসা অধ্যাপক এ এস এম মাকসুদ কামালকে উপাচার্য হিসেবে নিয়োগের কথা জানানো হয়।
Published : 04 Nov 2023, 12:05 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
শনিবার সকালে উপাচার্য কার্যালয়ে বিদায়ী উপাচার্য মো. আখতারুজ্জামানের কাছ থেকে তিনি এই দায়িত্বভার নেন।
পরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, ডিন, প্রভোস্ট, শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা নতুন উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেন।
এরপর সহকর্মীদের নিয়ে মাকসুদ কামাল ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
গত ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করে আসা অধ্যাপক এ এস এম মাকসুদ কামালকে উপাচার্য হিসেবে নিয়োগের কথা জানানো হয়।
সিনেট অডিটোরিয়ামের অনুষ্ঠানে মাকসুদ কামাল উপাচার্যের দায়িত্ব দেওয়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী গত বুধবার আমাকে ডেকেছিলেন এবং বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য পরামর্শ দিয়েছেন। তিনি এটাও বলেছেন, ‘এই বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়। আমি চাই, এই বিশ্ববিদ্যালয় যেন বিশ্ব মানচিত্রে এক অনন্য উচ্চতায় যায়’। তিনি সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
“তার দৃষ্টি এই বিশ্ববিদ্যালয় যেন একটি মানসম্মত জায়গায় উপনীত হয়, সেজন্য আমাদের সকলকে অ্যাজ এ টিম কাজ করার জন্য পরামর্শ দিয়েছেন। ব্যক্তিগতভাবে আমি এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক বিভিন্ন পদে দায়িত্বে ছিলাম, সেই অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে পরামর্শ দিয়েছেন, তা বাস্তবায়নে চেষ্টা করব।”