শিক্ষকদের গবেষণা কার্যক্রম ও অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
Published : 01 Mar 2025, 12:27 PM
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাংয়ের একাডেমিক কাউন্সিলের ১২তম সভা আয়োজিত হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সভায় শিক্ষকদের গবেষণা কার্যক্রম ও অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপাচার্য জাহিদ হোসেন শরীফ, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ওসমান, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এম আব্দুস সামাদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এ আজীম, বুয়েটের সাবেক অধ্যাপক কায়কোবাদ, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য সালাহউদ্দিন আকবর, চুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক জামাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বজলুর রহমান, ইউসিটিসির পাবলিক হেলথ বিভাগের প্রধান ইনজামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান শাকিল আহমেদ, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান এস এম বেলাল নূর আজিজি, সিএসই বিভাগের প্রধান জিয়াউর রহমান, ইংরেজি বিভাগের প্রধান জিয়াউল হক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রিদয়ানুল হক, সহকারী রেজিস্ট্রার এস এম শহিদুল আলম, সিনিয়র এডমিন অফিসার মো. আকরামউদ্দৌলাহ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য সচিব সালাহউদ্দিন আহমদ।