জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফল প্রকাশ

এবার গড় পাসের হার ৯৪ দশমিক ৭৪ শতাংশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2022, 01:57 PM
Updated : 7 August 2022, 01:57 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষের ফল বেরিয়েছে।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়, যাতে গড় পাসের হার ৯৪ দশমিক ৭৪ শতাংশ।

সন্ধ্যা ৭টা থেকে মোবাইলে এসএমএসের মাধ্যমে এ পরীক্ষার ফল মিলছে।

যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu লিখে স্পেস দিয়ে h3 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (results.nu.ac.bd ও www.nubd.info) থেকেও ফল জানা যাবে।

গত ৫ মার্চ থেকে অনুষ্ঠিত এ পরীক্ষায় দেশের ৩১১টি কেন্দ্রে মোট ৩১টি অনার্স বিষয়ে ৭৯৭টি কলেজের ৩ লাখ ৪০ হাজার ৫১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৪০৮ জন।

আর মানোন্নয়ন পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৭৪ জন।