‘এ’ সেটে চারটি প্রশ্ন এসেছে দুবার করে। একই সমস্যা ‘বি’ সেটেও। তবে দুটি সেটের সব প্রশ্নপত্রে আবার পুনরাবৃত্তি নেই।
Published : 09 Feb 2025, 01:44 AM
ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে কয়েকটি প্রশ্ন পুনরাবৃত্তি হওয়ার ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম বলেন, "২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে অসংগতির বিষয়টি নিবিড়ভাবে খতিয়ে দেখতে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।
“পরীক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি সমাধানের লক্ষ্যে কার্যক্রম চলছে। উদ্ভূত পরিস্থিতিতে উদ্বিগ্ন না হওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।"
এদিন বেলা ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয়। কিছু প্রশ্নপত্রে কয়েকটি প্রশ্নের পুনরাবৃত্তি পাওয়া যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার পর দেখা যায়, ‘এ’ সেটে চারটি প্রশ্ন এসেছে দুবার করে। একই সমস্যা দেখা যায় ‘বি’ সেটেও। তবে দুটি সেটের সব প্রশ্নপত্রে আবার এমন পুনরাবৃত্তি নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, পুনরাবৃত্তির সমস্যা ৫০/৬০টি প্রশ্নপত্রে হয়েছে।
‘এ’ সেটের একটি প্রশ্নপত্রে দেখা গেছে, অ্যাকাউন্টিং অংশে ২৫ নম্বরের প্রশ্নটি ৩৩ নম্বরেও এসেছে। ২৬ নম্বর প্রশ্নটি হুবহু হয়েছে ৩৪ নম্বরে। ২৭ নম্বর প্রশ্ন ও ৩৫ প্রশ্নই একই। এ ছাড়া ২৮ নম্বর প্রশ্নটি পুনরাবৃত্তি হয়েছে ৩৬ নম্বরে গিয়ে।
একই সমস্যা ‘বি’ সেটেও। ওই সেটের ২৯ ও ৩৩ নম্বরে একই প্রশ্ন হয়েছে। ৩০ ও ৩৪ নম্বরের প্রশ্নও একই। ২৮ নম্বর প্রশ্নটি পুনরাবৃত্তি হয়েছে ৩২ নম্বরে। আর ৩১ নম্বরের প্রশ্ন ফের এসেছে ৩৫ নম্বরে।
পরীক্ষার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী মাহমুদ ওসমান ইমাম বলেন, “এ রকম সমস্যা আমি আমার ফ্যাকাল্টিতে (কেন্দ্রে) একটিও পাইনি। কিন্তু ঘটনা হল কিছু প্রশ্নে সেটি হয়ত ৫০ থেকে ৬০টি প্রশ্নে হবে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ছাত্রদের কোনো ক্ষতি হবে না, এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি এটিকে একটি পদ্ধতির মধ্য দিয়ে ‘টেককেয়ার’ করব।”
আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় একই প্রশ্ন বারবার