এই ইউনিটে আসন রয়েছে দুই হাজার ৯৩৪টি।
Published : 07 Mar 2025, 12:14 AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, যেখানে পাস করেছেন ৯ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ লাখ ১৪হাজার ৯০৪ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এর মধ্যে ‘ভর্তিযোগ্য’ শিক্ষার্থীর সংখ্যা ১১হাজার ৩১০ জন; পাসের হার ৯ দশমিক ৮৫ শতাংশ।
গত ২৫ জানুয়ারি এই ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এতে আসন রয়েছে ২ হাজার ৯৩৪টি।
এর মধ্যে মানবিকে ১ হাজার ৭০৭টি, বিজ্ঞানে ৯৪৪টি ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮৩টি আসন রয়েছে।
পাস করা শিক্ষার্থীদের মধ্যে মানবিকের পাঁচ হাজার ৭১৪ জন, বিজ্ঞানের চার হাজার ৮৫৭ জন এবং ব্যবসায় শিক্ষার ৭৩৯ জন রয়েছেন।
পাস করা শিক্ষার্থীদের আগামী ২৪ মার্চ থেকে ১৬ এপ্রিলের মধ্যে ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিভাগের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
কোটায় আবেদনকারীদের ১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ ও জমা দিতে হবে।
ফল নিরীক্ষণের জন্য ফি দিয়ে ৯ মার্চ থেকে ১৩ মার্চের মধ্যে কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
পরীক্ষার বিস্তারিত ফল রয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd)।
এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU ALS ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS -এ ফল জানা যাবে।