আগামী ১৩ অক্টোবর থেকে ২৪ নভেম্বর দেশের নয়টি স্থানে এসব সমাবেশ হবে।
Published : 23 Oct 2023, 09:26 AM
সরকারের পদত্যাগসহ ৬ দাবিতে সারাদেশে ছাত্র সমাবেশ করার ঘোষণা দিয়েছে ৭টি বাম ছাত্র সংগঠনের মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোট।
আগামী ১৩ অক্টোবর থেকে ২৪ নভেম্বর দেশের নয়টি স্থানে এসব সমাবেশ হবে।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল।
তিনি জানান, ১৩ অক্টোবর চট্টগ্রামে বিভাগীয় শহরে, ১৫ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ৪ নভেম্বর রংপুরে, ৫ নভেম্বর বগুড়ায়, ৬ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ১১ নভেম্বর বরিশালে, ১৭ নভেম্বর সিলেটে, ১৮ নভেম্বর ময়মনসিংহে এবং ২৪ নভেম্বর ঢাকায় হবে সমাবেশ।
৬ দফার মধ্যে আছে:
১. সরকারের পদত্যাগ এবং ‘জনগণের গণতান্ত্রিক অধিকার’ নিশ্চিত করা।
২. সর্বজনীন, বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, গণতান্ত্রিক, একই ধারার শিক্ষা নীতি প্রণয়ন এবং জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিল।
৩. কাগজ-কলমসহ শিক্ষা উপকরণ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো।
৪. শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের ‘দখলদারিত্ব’ বন্ধ করা এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া।
৫. সাইবার নিরাপত্তা আইন ও অত্যাবশ্যকীয় পরিষেবা বিল- ২০২৩ বাতিল করতে। শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা;
এবং
৬. ‘রাষ্ট্রীয়ভাবে গুম খুন, নির্যাতন ও বিনা বিচারে হত্যা’ বন্ধ করা। পার্বত্য চট্টগ্রামে ‘সেনা শাসন’ বন্ধ এবং স্বায়ত্তশাসন নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিবুল রনি, ছাত্র ফেডারেশনের সপ্তর সম্পাদক এহতেশাম ইমন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়াও উপস্থিত ছিলেন।
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)