উপাচার্যের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
Published : 11 Nov 2023, 02:41 PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হকের মৃত্যুতে শনিবার থেকে সোমবার তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের পতাকাও অর্ধনমিত থাকবে।
ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যান উপাচার্য ইমদাদুল হক। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক ইমদাদুল হকের ক্যান্সার ধরা পড়ে গত সেপ্টেম্বরে। উন্নত চিকিৎসার জন্য ১২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান তিনি। শারীরিক অবস্থার উন্নতি হলে অক্টোবরে দেশে ফিরে আসেন। এর কিছুদিন পরই প্রয়াত হলেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার প্রথম জানাজা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে তার দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মৃত্যু
২০২১ সালের ১ জুন চার বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য হিসেবে নিয়োগ পান তিনি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন, শিক্ষক সমিতির সহ-সভাপতি ও সদস্য, বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতির কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনোলজির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বও পালন করেছেন।