আধা ঘণ্টা সেখানে বিক্ষোভ শেষে তারা ক্যাম্পাসে ফেরেন।
Published : 09 Mar 2025, 09:15 PM
ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদে এবং দ্রুততম সময়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পুরান ঢাকার তাঁতিবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে শিক্ষার্থীরা মশাল মিছিল নিয়ে তাঁতীবাজার মড়ে যান। প্রায় আধা ঘণ্টা সেখানে বিক্ষোভ শেষে তারা ক্যাম্পাসে ফেরেন।
সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা “আমি কে? তুমি কে? আছিয়া আছিয়া’; ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’; ‘আমার বোনের কান্না আর না, আর না’; ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’; ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’- এসব স্লোগান দেন।
এসময় শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান এবং দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তোলেন।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিফাত হাসান সাকিব বলেন, “আমরা লক্ষ্য করেছি, তদন্তের নামে ধর্ষণের মামলাগুলো সবসময় দীর্ঘায়িত হয়। চব্বিশের গণঅভ্যুত্থানের পরও যদি এই চিত্র না বদলায়, তাহলে জাতির জন্য তা লজ্জাজনক।”
বিক্ষোভে অংশ নেওয়া সংগীত বিভাগের শিক্ষার্থী স্বর্ণা রায় বলেন, “নিরাপদভাবে চলাফেরার করার অধিকার বাংলাদেশের প্রত্যেক নাগরিকের। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”