অধ্যাপক তৈয়েবুর রহমান ইতোমধ্যেই তার দায়িত্ব বুঝে নিয়েছেন।
Published : 09 Feb 2025, 12:10 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক তৈয়েবুর রহমান।
রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে বলা হয়েছে "ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান গত ৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাকে এই নিয়োগ প্রদান করেন।"
উন্নয়ন অধ্যাপক বিভাগের অধ্যাপক তৈয়েবুর রহমান ইতোমধ্যেই ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব নিয়েছেন বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।