প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইন আল মুবাশ্বির।
Published : 14 Sep 2024, 11:53 PM
‘আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক’ প্রতিযোগিতার ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা।
ঢাকার সাভারের সিসিডিবি হোপ সেন্টারে শনিবার প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা ও রানার্স আপকে ৩০ হাজার টাকা তুলে দেন টিআইবির নির্বাহি পরিচালক ইফতেখারুজ্জামান।
পুরো প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইন আল মুবাশ্বির। আর ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাগীব আনজুম।
টিআইবির আয়োজনে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মোট ৩২টি দল নিয়ে বৃহস্পতিবার ‘আন্তঃবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক’ প্রতিযোগিতা শুরু হয়। তিন দিনের প্রতিযোগিতার ফাইনাল পর্ব হয় শনিবার। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে হারিয়ে সেরা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। নয়জন বিচারকের মধ্যে পাঁচজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সায় দেন।
সমাপনী অনুষ্ঠানে জগন্নাথ বিশ্বপবিদ্যালয়ের বিতার্কিক শারমিন সুলতানা নিশি বলেন, “৫ অগাস্টের পরে আমার এটিই প্রথম বিতর্ক। এর আগে রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় অনেক শব্দ আমাদের আগে থেকেই স্কিপ করতে হত। কোন কথাগুলো বলা যাবে, কোনগুলো বলা যাবে না, এসব খুঁজতাম। এই বিতর্কে এমন কোনো চাপ ছিল না।
“প্রতিটি বিতর্কে মূল্যায়ন খুবই সুন্দর ও নিরপেক্ষ ছিল। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় টিম নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছি এবং বিজয়ী হয়েছি।”
টিআইবির নির্বাহি পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলন যাদের প্রাণ ও রক্তের বিনিময়ে সফল হয়েছে, তাদের স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ বিতার্কিকরা আরও বেশি প্রাসঙ্গিক। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, সুশাসিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন পূরণে তারা বুদ্ধিবৃত্তিক চর্চা ও যুক্তির লড়াই চালিয়ে যাবেন বলে আমরা বিশ্বাস করি।”
বিতর্কে এবারের আসরের সেরা আটটি দল পরের বছরের প্রতিযোগিতায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।