ঢাবির কলা ভবন থেকে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার

পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যান।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2023, 12:25 PM
Updated : 6 Nov 2023, 12:25 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের নিচতলার একটি শৌচাগার থেকে টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। 

সোমবার বেলা পৌনে ১১টার দিকে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যান।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ বদরুল হাসান জানান, সকাল ১০টার দিকে কলা ভবনের নিরাপত্তা কর্মীরা দুইটি ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিষয়টি শাহবাগ থানাকে জানানো হলে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে আসেন। এরপর সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি উদ্ধার করে নিয়ে যায়। 

এবিষয়ে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিট নিয়ে গেছে। এ বিষয়ে পরে তাদের সঙ্গে আর যোগাযোগ হয়নি।