ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেলেরও নির্বাচন দাবি করেন তারা।
লিখিত বক্তব্যে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, “বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই হত্যাকাণ্ডের ঘটনায় সঠিক ব্যবস্থা নেননি। হত্যাকারীদের শাস্তির জন্য যে তদন্ত কমিটি করা হয়েছে তাও উপাচার্যের ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ে করা হয়েছে।”
“ঘটনার ইন্ধনদাতাদের ব্যাপারে প্রশাসন কোনো সিদ্ধান্ত নেননি।”
সংবাদ সম্মেলনে বক্তারা জুবায়েরের হত্যাকারী ও তাদের মদদদাতা শনাক্ত করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ক্ষতিকর নিয়োগ বন্ধে সংসদীয় তদন্ত কমিটি গঠন, ক্ষমতার কুক্ষিগতকরণ, দুর্নীতি ও স্বজন প্রীতিসহ বিভিন্ন কর্মকাণ্ড বন্ধে তদন্ত কমিটি গঠন এবং উপাচার্য পানেলসহ বিভিন্ন প্রশাসনিক বিধি মোতাবেক নির্বাচনের দাবি জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এএ মতিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের জন্য ৭৩-এর অধ্যাদেশের পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে উপাচার্য প্যানেলসহ বিভিন্ন প্রশাসনিক পদে নিয়ম মেনে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখার উদ্যোগ নিতে হবে।”
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অধ্যাপক শামছুল আলম, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক এনামুল¬াহ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, সায়েমা খাতুন, রুমানা রইছ, নওরীন তাবাচ্ছুম, মুজিবুল আনাম, জামাল উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৮ জানুয়ারি ছাত্রলীগের হামলায় আহত হয়ে পরদিন ঢাকার ইউনাইটেড হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আহমেদ।
এ হত্যায় জড়িত থাকার অভিযোগে সাত শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল এবং ছয় শিক্ষার্থীকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের পাশাপাশি অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ ঘটনায় চার ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/২২৩৪ ঘ.