ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যার ঘটনায় গ্রেপ্তার ছাত্রলীগকর্মী জাহিদ হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে (রিমান্ডে) নিয়েছে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ৩৭ ব্যাচের ছাত্র জাহিদ হাসানকে রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
সোমবার তাকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক ওয়াসিম শেখ তাকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠান।
ওই আদালতে কর্তব্যরত পরিদর্শক রবীন্দ্র নারায়ণ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক শাহীন শাহ পারভেজ ১০ দিন হেফাজতের আবেদন করলেও পেয়েছেন তিন দিনের জন্য।
গত ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩৭-তম ব্যাচের শিক্ষার্থী জুবায়েরকে কুপিয়ে আহত করে ছাত্রলীগের একদল কর্মী, যারা ক্যাম্পাসে উপাচার্যের সমর্থনপুষ্ট হিসেবে পরিচিতি। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান জুবায়ের।
এ পর্যন্ত জোবোয়ের হত্যা মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও এই ঘটনার তদন্ত চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/সিএস/এমআই/১৮১৬ ঘ.