Published : 16 Oct 2024, 07:56 PM
পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের গাছে গাছে মাটির হাঁড়ি বেঁধে পাখির জন্য ‘নিরাপদ বাসা’ স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার হাকিম চত্বর, কেন্দ্রীয় লাইব্রেরির সামনে, ডাকসু ও মধুর ক্যান্টিনের সামনে, কলা ভবনের বিপরীতে এবং আরও কিছু পয়েন্টে পাখির জন্য বাসা স্থাপন করেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোনাছির উদ্দিন শাওনের নেতৃত্বে এই কার্যক্রমে অন্যান্যেরম মধ্যে সৈকত মোর্শেদ, ইমাম আল নাসের মিশুক, ফাহিম ফয়সাল, সাইফ খান, আকিব জাবেদ রাফি, মানিউল পাঠান শান্ত, মাহমুদুল হাসান, আবদুল্লাহ আল কাফি, রুহুল আমিন সবুজ, সাকিবসহ আরও ৩০-৪০ জন নেতাকর্মী অংশ নেন।
নাছির উদ্দিন শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপদ করতে যেমন ছাত্রদল কাজ করছে, তেমনই পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবেও যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে উঠে সেই চেষ্টা করছি আমরা।”
তিনি অন্যদেরও এই কাজে উৎসাহ দিয়ে বলেন, যানবাহন ও অপরিকল্পিত নগরায়নের প্রভাবে ঢাকা শহর পাখিশূন্য হয়ে যাচ্ছে। এই জায়গাটি আমাদের ব্যথিত করে।তাই আমাদের ক্যাম্পাস থেকে আমরা কাজ শুরু করলাম, অন্যরাও যেন এমন উদ্যোগ নিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে এই প্রত্যাশা করি।