Published : 02 May 2025, 03:37 PM
গাজীপুর নগরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের এক পরিবেশকের কার্যালয়ের ভল্ট থেকে ৯৮ লাখ টাকা লুটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে লুটের ২২ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
ঘটনার ১৮ দির পর শুক্রবার সকালে এসব তথ্য জানিয়েছেন গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদ।
এর আগে ১৪ এপ্রিল নগরের বাসন থানার আউটপাড়া এলাকার রিয়াজ টাওয়ারের ষষ্ঠ তলায় নগদের পরিবেশকের ‘মাল্টি পয়েন্ট বিডি’ কার্যালয়ে ডাকাতির ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর (হাজী বাড়ি) গ্রামের হাসান বেপারীর ছেলে আব্দুর রহমান রাজন (২৮), কিশোরগঞ্জের ইটনা উপজেলার কাহনিয়া গ্রামের ফারুকের ছেলে রবিউল ইসলাম (৩০), পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছোট চরশিবা গ্রামের হাসান মৃধার ছেলে উজ্জ্বল (৩৬) এবং মো. মিরাজ (২৫)। তারা গাজীপুরের বাসন থানা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
বৃহস্পতিবার গ্রেপ্তরদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পিবিআই।
ডাকাতির ঘটনায় হওয়া মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর পিবিআইয়ের এসআই বিশ্বজিত বিশ্বাস বলেন, “ঘটনার দিন বিকাল পৌনে ৬টার দিকে তিন থেকে চারজন যুবক ‘মাল্টি পয়েন্ট বিডি’ কার্যালয়ে প্রবেশ করে নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দেয়।
“সেখানে অনলাইনে ক্যাসিনো (জুয়া) এবং অবৈধ লেনদেনের ব্যবসা চলে দাবি করে তারা কর্মকর্তা ও কর্মচারীদেরকে মারধর শুরু করেন। এক পর্যায়ে তারা অস্ত্রের মুখে কার্যালয়ের ভল্ট থেকে ৯৮ লাখ টাকা লুট করে করে চলে যান।”
এ ঘটনায় ‘মাল্টি পয়েন্ট বিডি’ প্রতিষ্ঠানের মহা ব্যবস্থাপক মোহাম্মদ একরামুল হক বাসন থানায় মামলা করেন।
তিনি বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে ২৩ এপ্রিল রাত সাড়ে ৮টায় রাজধানীর পল্টনের ফকিরাপুল (কাঁচাবাজার) এলাকা থেকে রাজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বুধবার ভোলার দুলারহাট থানার শিকদারচর (কিল্লার মাঠ) এলাকা থেকে রবিউল ইসলাম, উজ্জ্বল এবং মিরাজকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে লুটের ২২ লাখ ৫৫ হাজার টাকা জব্দ করা হয় বলে জানান এসআই বিশ্বজিত বিশ্বাস।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা এ কাজে মোট ১০ জন ছিলেন।
পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, এটি একটি ডাকাতির ঘটনা। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।