চার বছরের জন্য অধ্যাপক জাহাঙ্গীরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
Published : 27 Aug 2024, 05:27 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বলেছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চার বছরের জন্য অধ্যাপক জাহাঙ্গীরকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে।
নতুন দায়িত্বে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে, সে কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে।