“এ ডোপ টেস্টের ফলাফল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা জানবে। এর মাঝে আর কেউ বিষয়টি জানতে পারবে না,” বলেন উপ-উপাচার্য কামাল উদ্দিন।
Published : 10 Dec 2024, 12:08 AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত করার চেষ্টায় আবাসিক শিক্ষার্থীদের ডোপ টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার।
বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল জানান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের ল্যাবের মাধ্যমে এ পরীক্ষা করা হবে। প্রথমে টেস্ট করা হবে আবাসিক হলের শিক্ষার্থীদের। সেজন্য শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫০ টাকা করে নেওয়া হবে।
“ডোপ টেস্টে কোনো শিক্ষার্থী মদাকাসক্ত হিসেবে শনাক্ত হলে তার আসন বাতিল হবে।”
অধ্যাপক কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার এফ রহমান হলের শিক্ষার্থীদের ডোপ টেস্ট হবে। আবাসিক হলের শিক্ষার্থীদের পর কর্মচারী থেকে শুরু করে যেখানে প্রয়োজন হবে সেখানে এ ডোপ টেস্ট করানো হবে।”
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১১ ডিসেম্বর বুধবারের মধ্যে শিক্ষার্থীরা ব্যাংকের মাধ্যমে ডোপ টেস্টের টাকা জমা দেবেন। পরদিন ডোপ টেস্ট শুরু হবে। যতদিন প্রয়োজন হয়, ততদিন চলবে।
উপ উপাচার্য কামাল উদ্দিন বলেন, “এ টেস্টের ফলাফল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা জানবে। এর মাঝে আর কেউ বিষয়টি জানতে পারবে না। শিক্ষার্থীরা মাদকাসক্ত কিনা সেটা চিহ্নিত করা আমাদের উদ্দেশ্যে নয়। আমাদের উদ্দেশ্যে তাদের সচেতন করা। তারা নিজের অজান্তে এর মধ্যে পড়ে যাচ্ছে কিনা।”
বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন ও ডোপ টেস্ট কমিটির কো অর্ডিনেটর অধ্যাপক ড. আতিয়ার রহমান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় এ কার্যক্রমের উদ্বোধন হবে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে।
১২ থেকে ১৪ ডিসেম্বর এ এফ রহমান হল, ১৫-১৭ ডিসেম্বর আলাওল হল, ১৮-২২ ডিসেম্বর শহীদ আব্দুর রব হল, ২৩-২৪ ডিসেম্বর মাস্টার দা সূর্য সেন হল, ২৫-২৯ ডিসেম্বর শাহ আমানত হল, ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি সোহরাওয়ার্দী হল, ৩-৬ জানুয়ারি শাহ জালাল হল এবং ৭ জানুয়ারি শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের শিক্ষার্থীদের ডোপ টেস্ট হবে।