আহতদের রাষ্ট্রীয়ভাবে চিকিৎসার দাবিও জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
Published : 26 Aug 2024, 03:37 AM
সচিবালয়ের সামনে সংঘর্ষে ৬০ জনের বেশি শিক্ষার্থী আহত হওয়ার তথ্য তুলে ধরে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী আনসারদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বৈষম্যিবরোধী ছাত্র আন্দোলন।
রোববার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রেস ব্রিফিং করে এ দাবি জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।
এসময় তিনি যারা আহত হয়েছেন রাষ্ট্রীয়ভাবে তাদের চিকিৎসার দাবি জানান।
একই সঙ্গে 'ফ্যাসিবাদের দোসরদের' বিরুদ্ধে সচিবালয় থেকে শুরু করে রাষ্ট্রীয় সব পদ থেকে সরিয়ে দিতে 'ক্লিন অপারেশন' পরিচালনার দাবি করেছেন এই সমন্বয়ক।
আবু বাকের বলেন, "শিক্ষার্থীরা রাজপথ ছাড়ে নাই। দিল্লিতে বসে খুনি হাসিনা যে ষড়যন্ত্র করছে, শিক্ষার্থীরা তা রুখে দিতে প্রস্তুত। আমরা দেখছি, গণঅভ্যুত্থান পরবর্তী সরকার গঠনের পর থেকে খুনি হাসিনার দোসররা একটার পর একটা ষড়যন্ত্র করছে।
"কিছু থেকে কিছু হলেই সচিবালয় ঘেরাও করা হয়। ছাত্র-জনতা তাদের ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত। আর যদি তারা সচিবালয় ব্লক করে, ছাত্র-জনতা তাদের সমুচিত জবাব দেবে।"
প্রেস ব্রিফিংয়ে আরেক সমন্বয়ক সারজিস আলম বলেন, "আজকের পর থেকে এই রাষ্ট্র স্থিতিশীল হয়ে চলার ক্ষেত্রে যারা বাধা হয়ে দাঁড়াবে, ছাত্র জনতা তাদের রুখে দেবে।
" তাই যেকোনো সময় শুকুনের উৎপাত দেখলে তাদেরকে প্রতিহত করতে হবে।"
এর আগে রোববার রাত ৯ টার পর থেকে সচিবালয়ের সামনে কয়েক দফা ধাওয়া ও পাল্টা ধাওয়ার মধ্যে আনসার ও শিক্ষার্থী সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষের পর শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটেন চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত আনসাররা। পরে দিনভর সচিবালয়ে অবরুদ্ধ থাকা ব্যক্তিরা বেরিয়ে আসেন।