স্প্রিং-২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য এ ক্লাব ফেয়ার আয়োজন করা হয়।
Published : 30 Sep 2024, 07:22 PM
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) হয়ে গেল স্প্রিং-২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য ক্লাব ফেয়ার।
ঢাকার গ্রিনরোডে ইউএপির স্থায়ী ক্যাম্পাসে এই ক্লাব ফেয়ার হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র কল্যাণ অধিদপ্তর নবীন শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অনুপ্রাণিত করতে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের কার্যক্রমের সঙ্গে পরিচিত করাতেই সেমিস্টারের শুরুতে এই ফেয়ার আয়োজন করেছে। ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক ও উপাচার্য অধ্যাপক কামরুল আহসান ক্লাব ফেয়ার উদ্বোধন করেন।
মেলায় অতিথিরা বিভিন্ন ক্লাবের স্টল ঘুরে দেখেন। পাশাপাশি বিচারকদের দেওয়া নম্বরের ভিত্তিতে ১৫টি ক্লাবের মধ্যে তিনটি ক্লাবকে সেরা স্টলের পুরস্কার দেওয়া হয়।
ক্লাব ফেয়ারে ইউএপি উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ আনোয়ার হোসেন ও ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক এএসএম মহসিনও উপস্থিত ছিলেন।