ঘূর্ণিঝড়: জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের পরীক্ষা স্থগিত

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানানো হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2023, 05:02 PM
Updated : 12 May 2023, 05:02 PM

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।

এর আগে বঙ্গোপসাগের সৃষ্ট এ ঘূর্ণিঝড়ের কারণে এসএসসি ও সমমানের পাঁচ বোর্ডের রোববারের পরীক্ষা স্থগিত করা হয়।

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উপকূলের সাড়ে আটশ কিলোমিটারের মধ্যে চলে আসায় শুক্রবার রাতে চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা সমুদ্র বন্দরকে আট নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আর মোংলা বন্দরকে দেখাতে বলা হয়েছে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত।

ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে এগিয়ে আসছে বলে রাতে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস।

বর্তমান গতিপথ ঠিক থাকলে রোববার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমারের কিয়াউকপিউয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।