Published : 21 Oct 2024, 06:58 PM
বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৩২তম বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবি।
সোমবার সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়।
উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বাউবির কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জুলাই-অগাস্টের আন্দোলনে আহত বাউবির চার শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক এম. শমশের আলী।
তিনি অনলাইন যোগাযোগের মাধ্যমে প্রযুক্তির ব্যবহারে যুগোপযোগী সিলেবাস তৈরি করার পরামর্শ ও নির্দেশনা দেন। ১৯৯২ সালে বাউবি প্রতিষ্ঠার সময়ের চ্যালেঞ্জ ও ইতিহাস তুলে ধরে স্মৃতিচারণ করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য ওবায়দুল ইসলাম বাউবিকে এগিয়ে নিতে সমস্যা চিহ্নিত করে সমাধানের বের করার পরামর্শ দেন। সভার বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা নাজনীন বাউবির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।