একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, এবার ১০০ নম্বরের মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
Published : 20 Nov 2024, 11:19 PM
গুচ্ছ থেকে আলাদা হওয়ার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ৩১ জানুয়ারি।
এবার ভর্তিচ্ছুদের লিখিত ও বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতির পরীক্ষায় বসতে হবে।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে এমন সিদ্ধান্ত হয়েছে বলে রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক শেখ গিয়াস উদ্দিন।
তিনি জানান, ৩১ জানুয়ারি চারুকলা অনুষদের পরীক্ষার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।
একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে এবার ১০০ নম্বরের মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে লিখিত অংশ হবে ৪৮ নম্বরের এবং ২৪ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। বাকি ২৮ নম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর বরাদ্দ থাকবে।
সবশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।
ওইবছর শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি সর্বমোট জিপিএ হিসাব করে প্রথম দফায় শিক্ষার্থী বাছাই করা হয়। পরে তাদের মধ্যে লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
এরপর মহামারী করোনাভাইরাস ও পরের তিন শিক্ষাবর্ষে শিক্ষালয়টি গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নেয়।
শিক্ষার্থীরা গুচ্ছের মাধ্যমে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
তবে এবার বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত প্রক্রিয়া থেকে সরে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এককভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
নতুনভাবে মানবণ্টন করে এবার লিখিত ও এমসিকিউ পরীক্ষার চালুর সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শেখ গিয়াস বলেন, লিখিত ও বহুনির্বাচনি প্রশ্নে মূল পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিছু নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ এর ওপর।
পরীক্ষার সময়সূচির বিষয়ে তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিট' (চারুকলা অনুষদ) এর পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে।
এরপর ১৪ ফেব্রুয়ারি 'ডি ইউনিট' (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি 'বি ইউনিট' (কলা অনুষদ), ২২ ফেব্রুয়ারি 'এ ইউনিট' (বিজ্ঞান অনুষদ) এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৮ ফেব্রুয়ারি 'সি ইউনিট' (ব্যবসা অনুষদ) এর পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা।
ভর্তি পরীক্ষার জন্য কবে থেকে আবেদন করা যাবে তা জানা যায়নি।