আগের অর্থবছরে গবেষণায় ৩ কোটি ২২ লাখ টাকা বরাদ্দ রাখা হলেও এবার তা বাড়ানো হয়েছে।
Published : 27 Jun 2024, 11:48 PM
২০২৪-২৫ অর্থবছরে ২০১ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়; এর মধ্যে গবেষণা খাতে বরাদ্দ ধরা হয়েছে ৯ কোটি ২০ লাখ টাকা।
বৃহস্পতিবার বিকালে উপাচার্যের সম্মেলন কক্ষে অর্থ কমিটির ৮০তম সভায় বাজেট উত্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. হুমায়ুন কবির চৌধুরী।
২০২৩-২৪ অর্থবছরের তুলনায় এবার বাজেটে বেড়েছে ৫০ কোটি টাকা; ওই অর্থবছরে গবেষণায় ৩ কোটি ২২ লাখ টাকা বরাদ্দ রাখা হলেও এবার তা বাড়ানো হয়েছে।
ঘোষিত বাজেটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশনেই বেশি ব্যয় হবে, ১১৬ কোটি ৬২ লাখ টাকা।
প্রস্তাবিত বাজেটের মধ্যে ১৫৪ কোটি ৯৪ লাখ টাকা আসবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে । আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ৮ কোটি ৩০ লাখ টাকা। ফলে এই অর্থবছরে ঘাটতি ৩৭ কোটি ৭৬ লাখ টাকা।
কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয়ের কলেবর বৃদ্ধি পেলেও চাহিদা অনুযায়ী ইউজিসি থেকে পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় খাতওয়ারি বাজেট বণ্টন করতে হিমশিম খেতে হয়েছে। আমাদের সম্পদ সীমিত, অভ্যন্তরীণ অর্থ প্রাপ্তির উৎসও যৎসামান্য। তাই বিশ্ববিদ্যালয় পরিচালনায় বহুলাংশে নির্ভর করতে হয় সরকারি বরাদ্দের ওপর।”
বাজেটে ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, “সত্যি বলতে আমাদের নিজস্ব তহবিল থেকে এই মুহূর্তে ঘাটতি মেটানো সম্ভব না। ইউজিসির ওপর নির্ভর করতে হবে আমাদের।”