সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে গত ১৭ নভেম্বর চিঠি দিয়েছে সংস্থাটি।
Published : 20 Nov 2024, 03:17 PM
অভ্যুত্থানে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের জন্য নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন
কমিশনের যুগ্মসচিব (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ নাজমুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুলাই-অগাস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করতে মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়ে গত ২৯ অক্টোবর প্রজ্ঞাপন জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
“সে আলোকে ব্যবস্থা নিতে সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে গত ১৭ নভেম্বর চিঠি পাঠানো হয়েছে। জুলাই-অগাস্ট অভ্যুত্থানে আহত সব সরকারি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করতে বলা হয়েছে।"
ইউজিসির প্রশাসন বিভাগের যুগ্মসচিব নাজমুল ইসলাম বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী টিউশন ফি মওকুফ পেতে আহত শিক্ষার্থীদের ব্যবস্থাপত্রসহ (প্রেসক্রিপশন) নিজ নিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে।
“সেই আবেদন যাচাই করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহত ছাত্র-ছাত্রীদের টিউশন ফি মওকুফ করবেন।”
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করতে মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছিল।
গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ