শনিবার বেলা ১১টায় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা হবে।
Published : 24 Jan 2025, 08:43 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ‘আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি’ পরীক্ষায় আগতদের সহায়তায় ‘১৪টি ওয়ান স্টপ সহায়তা কেন্দ্র’ বসাবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার বেলা ১১টায় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা হবে।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভর্তিচ্ছুদের সাত ধরনের সেবা দেওয়া হবে।”
এর মধ্যে প্রয়োজনীয় তথ্যসেবা, উপকরণ (কলম ও ফাইল) বিতরণ, সুপেয় পানির ব্যবস্থা, বসার ব্যবস্থা, জরুরি ক্ষেত্রে কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সহযোগিতা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং সংশ্লিষ্ট অন্যান্য জরুরি সেবা অন্তর্ভুক্ত থাকবে।
যেসব স্থানে বসবে বুথ
স্যার এ এফ রহমান হল, আই ই আর-মলচত্বর, এফবিএস, কলাভবনের মেইন গেট, কেন্দ্রীয় লাইব্রেরি, হাকিম চত্বর এবং মোতাহার হোসেন ভবন সংলগ্ন স্থানে থাকবে প্রথম সাতটি বুথ।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন, উদয়ন বিদ্যালয়, কার্জন হল, টিএসসি, চারুকলা, সমাজকল্যাণ ইনস্টিটিউট এবং লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন স্থানে বসবে এসব সহায়তা কেন্দ্র।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তিতে প্রতিটি পরীক্ষা চলবে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হবে।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের পর বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হবে ১ ফেব্রুয়ারি।
ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা হবে তার এক সপ্তাহ পর ৮ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: