স্নাতকে ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের ২০০৬ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
Published : 03 Dec 2024, 05:28 PM
এবার ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ শিক্ষার্থী পেলেন 'অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার'।
২০২২ সালের স্নাতক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- ফারাহ জামান সূচি, উসামা রাফিদ, তাহসীন নওয়ার, মো. রাফিজ খান, হোসাইন আজমল, মেহেদী হাসান, মো. তানজীর হোসাইন, নিগার সুলতানা, মেহনাজ লামিসা রহমান এবং নাহিদা সুলতানা সায়মা।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মেয়ে। তার স্বামী আহাদুজ্জামান মোহাম্মদ আলীও একই বিভাগের অধ্যাপক।
সিতারা পারভীনের মৃত্যুর পর তার পরিবারের উদ্যোগে ২০০৬ সাল থেকে স্নাতকে ভালো ফলাফলকারী প্রথম ১০ জনকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। তবে একই ফলাফল একাধিক শিক্ষার্থীর হলে তখন পুরস্কারপ্রাপ্তদের সংখ্যাও বেড়ে যায়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, “অধ্যাপক সিতারা পারভীন ছিলেন সৎ, আদর্শ ও নিষ্ঠাবান শিক্ষক এবং গবেষক। এই ধরনের বৃত্তি ও পুরস্কারকে শুধু পুরস্কার হিসেবে না দেখে শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি হিসেবে মূল্যায়ন করতে হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা অনেক বেশি।”
অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপারসন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির, বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী, সহযোগী অধ্যাপক সাইফুল হক ও দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান উপস্থিত ছিলেন।
পুরনো খবর-
এবার ঢাবির গণযোগাযোগের 'সিতারা পারভীন' পুরস্কার পেলেন যারা