ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯ এবং ২০১০ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২২ শিক্ষার্থী 'অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার' পেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়, ২০০৯ সালে অসাধারণ ফল অর্জনকারী প্রথম ১০ জন এবং ২০১০ সালের প্রথম ১২ জন কৃতি শিক্ষার্থীকে এ পুরস্কার দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে পুরস্কারের চেক তুলে দেন।
২০১০ সালের পুরস্কারপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন- মার্জিয়া রহমান, জাহেদুর রহমান আরমান, মীর মোহাম্মদ ফজলে রাব্বী, শিরিন ফারহানা মনি, আঁখি আকতার, শেখ জিনাত শারমিন, মো. ইকবাল মাহমুদ, শিল্পী বেগম, মো. রাজিবুল হাসান, মো. আবু সালেহ সিদ্দিক, শাহিন আফরোজ ও শাপলা সুলতানা।
২০০৯ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন- হাসান মাহমুদ ফয়সল, রুবাইয়া জান্নাত, রেজাউল করিম, সৈয়দ মাহফুজুল হক মারজান, হাসিনুস সাবাহ, প্রিয়াংকা স্বর্ণকার, জাকিয়া সুলতানা, মো. রেজওয়ান আফরোজ, জাকারিয়া আহমেদ ও তানিয়া সুলতানা।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের মেয়ে এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী।
২০০৬ সাল থেকে সিতারা পারভীনের পরিবারের উদ্যোগে প্রতি বছর বিভাগের কৃতি শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. গীতি আরা নাসরীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/আরএ/১৫১৪ ঘ.