দুই বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্য পেয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2022, 06:11 PM
Updated : 16 Nov 2022, 06:11 PM

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ডে ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহ্ফুজুল ইসলামকে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল কাসেম চৌধুরীকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

বুধবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ উভয় উপাচার্যকে চার বছরের জন্য নিয়োগের পৃথক প্রজ্ঞাপন দেয়।

এতে বলা হয়, উপাচার্য হিসেবে তাদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তবে, প্রযোজ্য ক্ষেত্রে নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূলপদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের অনুষ্ঠানিকতা শেষে মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন। 

তারা বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাদের সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতেও বলা হয়েছে।