নাম নিয়ে আলোচনা এখনও চলমান, বলেন নতুন এ সংগঠনের সঙ্গে জড়িত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কাদের।
Published : 26 Feb 2025, 01:36 AM
আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ যে নতুন ছাত্র সংগঠন গঠন করতে যাচ্ছে, সেটির আত্মপ্রকাশ ঘটবে বুধবার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সেদিন বিকাল ৩টায় এ ছাত্র সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের।
মঙ্গলবার রাত ১টার দিকে সংগঠনের নাম প্রসঙ্গে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০১৮-২০১৯ সেশনের এই শিক্ষার্থী বলেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এ নিয়ে আলোচনা চলমান।"
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠন আনার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০২০ সেশনের আবু বাকের মজুমদার, সমন্বয়ক আব্দুল কাদেরসহ আন্দোলনের অগ্রভাগে থাকা একদল শিক্ষার্থী।
তারা ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ প্রতিপাদ্য সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্বতন্ত্র নতুন সংগঠন গড়ার ঘোষণা দিয়েছিলেন।
বৈষম্যবিরোধীদের আন্দোলনের এই অংশ যখন নতুন ছাত্র সংগঠন গঠন করতে যাচেছন, তখন আরেকটি অংশ জাতীয় নাগরিক কমিটির সঙ্গে মিলে নতুন রাজনৈতিক দল গঠন করার কাজ প্রায় গুছিয়ে এনেছেন।
আগামী শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন এ দলের আত্মপ্রকাশ ঘটবে বলে সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের সামনের সারিতে থাকা অন্যতম সমন্বয়ক সারজিস আলম, যিনি এখন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক।
এ দলে যোগ দিতে বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়া নাহিদ ইসলাম মঙ্গলবার পদত্যাগ করেছেন। তিনি তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বে ছিলেন।
সপ্তাহ খানেকের বেশি সময় ধরে আলোচনা রয়েছে তিনি নতুন রাজনৈতিক দলের আহ্ববায়ক হতে যাচ্ছেন। তবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি তা সুষ্পষ্ট করেননি।
আরও পড়ুন: