তালিকায় সেরা ১৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের রয়েছে পাঁচটি।
Published : 12 Oct 2022, 10:39 PM
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাংকিংয়ে এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বুধবার টিএইচই- এর ওয়েবসাইটে ১০৪টি দেশ ও অঞ্চলের সেরা এক হাজার ৭৯৯টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে।
তালিকায় সেরা ১৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি ৬০১-৮০০ এর মধ্যে রয়েছে।
এছাড়া ১২০০-১৫০০ এর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।
এই তালিকায় সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের ক্রমিক সুনির্দিষ্ট করা থাকলেও এর পরে থাকাদের অবস্থান সুনির্দিষ্ট করা হয়নি।
এই তালিকায় এর আগে ২০১৬ সালেও ৬০০-৮০০ এর মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। পরে তা থেকে পিছিয়ে গতবার ৮০১-১০০০ অবস্থানে চলে যায়। এবারে আবার আগের স্থানে এল।
২০১৭ সালে এ তালিকায় স্থান হয়নি দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের। ২০১৮ সালের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ১০০০-১২০০ এ। এরপর ২০১৯ ও ২০২০ সালে সেরা এক হাজারে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি।
র্যাংকিংয়ে অগ্রগতির প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার আমরা ৬০০-৮০০ র্যাংকিংয়ে আসতে পেরেছি। শতবর্ষপূর্তিকে সামনে রেখে আমরা যে উদ্যোগ নিয়েছিলাম এর ফলাফল আসতে শুরু করেছে।
“আমার ধারণা, আগামী দুই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ৪০০-৬০০ এর মধ্যে চলে আসবে। এ ধারা অব্যাহত রাখা হলে ৩০০ এর মধ্যে আসতে খুব বেশি সময় লাগবে না।”
র্যাংকিংয়ে মানোন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “গত দুই বছরে আমরা অনেকগুলো গবেষণা প্রকল্প হাতে নিয়েছি। বর্তমানে ৫০০টি গবেষণার কাজ চলছে বিশ্ববিদ্যালয়ে।
“আমাদের ১১টি জার্নালের ডিওআই (ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার) আছে। প্রতিটা জার্নাল বছরে দুবার করে বের হয়। তার মানে ২২টি জার্নাল। ২২টি জার্নালের প্রতিটিতে যদি ১০টি করে আর্টিকেল থাকে, তাহলে ২২০টি আর্টিকেল হয়। এই ২২০টি আর্টিকেলের সাইটেশন (উদ্ধৃতি) যদি বছরে ৫টা করেও হয়, তাহলে তো এক হাজারের উপরে সাইটেশন হবে।
“এগুলো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালে। ইন্টারন্যাশনাল জার্নালে তো আছেই। এ বছর ইন্টারন্যাশনার হাই-ইমপেক্ট জার্নালে আমারই তিনটা পাবলিকেশন হয়েছে। শিক্ষকরা এখন কাজ করছে।”
এছাড়া আগামী ২২-২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ‘গবেষণা-প্রকাশনা মেলা’ অনুষ্ঠিত হবে বলেও জানান অধ্যাপক মাকসুদ কামাল।
শিক্ষার মান, গবেষণার পরিমাণ ও খ্যাতি, গবেষণার প্রয়োগ, এর ফলে শিল্পখাত থেকে আয় এবং আন্তর্জাতিক যোগাযোগের ওপর ভিত্তি করে টাইমস হায়ার এডুকেশন এ র্যাংকিং প্রকাশ করে।
এর তালিকায় ছয় বছর সেরা অবস্থান ধরে রেখেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি। এরপরেই যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি। কেমব্রিজ ইউনিভার্সিটি ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যৌথভাবে রয়েছে তৃতীয় স্থানে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজি (এমআইটি) পঞ্চম অবস্থানে রয়েছে।