“এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্তানের শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক বিষয়গুলোতে আর কোনো বাধা থাকবে না,” বলেন রেজিস্ট্রার মুনশী শামস উদ্দীন।
Published : 19 Dec 2024, 08:53 PM
নয় বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানের সঙ্গে সম্পর্কচ্ছেদের যে সিদ্ধান্ত নিয়েছিল, তা থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মাস তিনেক আগে সিন্ডিকেট সভার এই সিদ্ধান্ত বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে সবাইকে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনশী শামস উদ্দীন আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “গত ১৩ সেপ্টেম্বরে সিন্ডিকেট সভায় নেওয়া এ সিদ্ধান্তটি শিক্ষক শিক্ষার্থীসহ সকলকে জানিয়ে দিতেই আজকের (বৃহস্পতিবার) এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
“এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্তানের শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক বিষয়গুলোতে আর কোনো বাধা থাকবে না। এ বিজ্ঞপ্তির পর আর কোনো আনুষ্ঠানিকতাও বাকি নেই।”
২০১৫ সালের ১৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেসময়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এক জরুরি সিন্ডিকেট ডেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নিয়েছিলেন। গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৩ সেপ্টেম্বর সিন্ডিকেট সভায় সেই সিদ্ধান্ত বাতিল করা হয়।
এর তিন মাস পর বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে, পাকিস্তানের সঙ্গে পারস্পরিক সম্পর্ক পুনঃস্থাপনে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথমত- ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানের সঙ্গে বিদ্যায়তনিক, গবেষণামূলক, সাংস্কৃতিক, ক্রীড়াকেন্দ্রিক সকল প্রকার যোগাযোগ ছিন্ন করা সংক্রান্ত ২০১৫ সালের ১৪ ডিসেম্বরের সিন্ডিকেট সিদ্ধান্ত গত ১৩ সেপ্টেম্বরের সিন্ডিকেট সভার সিদ্ধান্তে বাতিল করা হয়েছে।
দ্বিতীয়ত- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পূর্বের মত পাকিস্তানের পারস্পরিক প্রাতিষ্ঠানিক সম্পর্ক পুনঃস্থাপন এবং অ্যাকাডেমিক ও গবেষণা কার্যক্রম চালু করা হল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “২০১৫ সালে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছিল। কিন্তু অনেকেই স্কলারশিপ নিয়ে কিংবা কনফারেন্সে যোগ দিতে সেখানে যেতে আগ্রহ প্রকাশ করে। নিষেধাজ্ঞার কারণে সেটা সম্ভব হচ্ছিল না।
“আমরা যেহেতু একটি অ্যাকাডেমিক প্রতিষ্ঠান, সব দেশের সঙ্গেই আমাদের স্বাভাবিক সম্পর্ক আছে। সেটা বিবেচনা করেই আমরা সভায় আলোচনা করে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছি।”
প্রবল গণআন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় রয়েছে পাকিস্তান। এর ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সিন্ডিকেট সভায় পাকিস্তানের সম্পর্ক পুনরায় ফিরেছে।