সেমিনারে পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে কথা বলেন আলোচকরা।
Published : 11 Dec 2024, 07:56 PM
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে টেকসই ভবিষ্যতের পথ অন্বেষণে সেমিনার হয়েছে বেসরকারি উত্তরা ইউনিভার্সিটিতে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘পাথওয়েস টু এ সাসটেইনেবল ফিউচার’ শিরোনামের সেমিনারে বক্তারা পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের ভূমিকা নিয়েও আলোচনা করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তারা প্রযুক্তিগত উদ্ভাবনের ভূমিকা নিয়েও নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
সেমিনারে পাওয়ার গ্রিড বাংলাদেশের চেয়ারম্যান ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক এম রেজওয়ান খান, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক নওসাদ আমিন, সিটি ইউনিভার্সিটির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক কাজী শাহাদাত কবীর রিমন ও ক্লাইমেট চেঞ্জ পলিসি ম্যানেজার অ্যান্ড আসিক্রেডিটেড ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টের উপদেষ্টা এ এস এম মারজান নূর কথা বলেন।
উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা লেখা, উপ-উপাচার্য অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী, বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাকাওয়াত জামান সরকার উপস্থিত অনুষ্ঠানে ছিলেন।